আগামী ৫ই ফেব্রুয়ারি রোববার, ২০১৭ ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা

আগামী ৫ই ফেব্রুয়ারি রোববার, ২০১৭ ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অষ্ট্রেলিয়া উদযাপন করছে তাঁদের সপ্তম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা। এই উপলক্ষ্যে আগামী ৫ই ফেব্রুয়ারি রোববার, ২০১৭ গ্লেনউড কমিউনিটি হলে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সবাইকে তাঁদের পরিবার-পরিজন নিয়ে এতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অনুষ্ঠানের বিশদ কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সদস্যদের ইমেইলের মাধ্যমে জানানো হবে।

Venue: Glenwood Community Hall, Glenwood, NSW 2768

Date:     5 February 2017, Sunday, 12.00pm – 5.00pm

প্রতিবারের মত এবারও প্রকাশিত হচ্ছে সংকলন “নানান রঙের দিনগুলি”। যারা এতে লিখতে চান যোগাযোগ করুনঃ

ডঃ সৈয়দা জাকিয়া হোসেন  syedazhossain@gmail.com, 0433545532

ডঃ খায়রুল চৌধুরি khairul_chowdhury@hotmail.com , 0423510639

কামরুল মান্নান আকাশ kamrulm@hotmail.com, 0406136441

অনুষ্ঠানে অংশগ্রহণ, বিজ্ঞাপন ও সদস্য সংক্রান্ত যে কোন তথ্য এবং চাঁদা পরিশোধের জন্যে যোগাযোগ করুনঃ

আনিস মজুমদার

সেক্রাটারি জেনারেল, DUAAA

anismajumder@gmail.com, 0411021837

 

-প্রেস বিজ্ঞপ্তি